আজ ১৫ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২১ নম্বর ম্যাচে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। এটি ডাবলহেডারের দ্বিতীয় ম্যাচ। চলতি মরশুমে লখনউ সুপার জায়ান্টস শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম, এখনও পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে তারা। নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিসের মতো তারকারা তাদের মুগ্ধ করলেও সুপার জায়ান্টসের বোলিং আক্রমণই তাদের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, এদিকে দুই ম্যাচ হেরে টানা দ্বিতীয় হারের মুখ দেখছে পাঞ্জাব কিংস। তবে কাগিসো রাবাডা ও অর্শদীপ সিংহের নেতৃত্বে তাদের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। ৪ ম্যাচে ২টি জয় নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
Umeed hai ghar par hogi ek jeet ki hat-trick 💪
Waqt aa gaya hai #SuperGiants to get back on the top 🔥#LSGvPBKS | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/7OTCReuVEq— Lucknow Super Giants (@LucknowIPL) April 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
১৫ এপ্রিল লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস।
কখন থেকে শুরু হবে লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।