Jasprit Bumrah (Photo Credit: BCCI/ X)

Latest ICC Test Rankings: আইসিসি পুরুষ টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে টপকে ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ফিরে পেলেন বুমরাহ। বর্ডার গাভাস্কর (AUS বনাম IND) ট্রফি শুরুর আগে রাবাডা ও জশ হ্যাজেলউডের পর তৃতীয় স্থানে ছিলেন বুমরাহ। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে আট উইকেট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বুমরাহ। বুধবার ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্ব দেওয়া রাবাডা নেমে গেছেন দুই নম্বরে। ভারতের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও এক ধাপ নেমে তিন নম্বরে নেমে গেছেন জশ হ্যাজেলউড। বহুল আলোচিত বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে বল হাতে হতাশাজনক পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দুই ধাপ নেমে শীর্ষ পাঁচের বাইরে চলে গেছেন। এর আগে ফেব্রুয়ারিতে বুমরাহ প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে আইসিসির বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন। Latest ICC Test Rankings: পার্থ টেস্টের বীরত্বে কেরিয়ার সেরা দ্বিতীয় র‍্যাঙ্কিংয়ে যশস্বী জয়সওয়াল

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে বোলিং তালিকার শীর্ষে থাকা বুমরাহ সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষস্থান দখল করেছিলেন। সিরিজে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সমান উইকেট নিয়েছিলেন তিনি। তবে । অন্যদিকে ফর্মে ফেরা মহম্মদ সিরাজ তিন ধাপ উঠে ২৫ নম্বরে উঠে এসেছেন। পার্থে অপেক্ষাকৃত নতুন চেহারার ভারতীয় বোলিং আক্রমণে সিরাজ নিখুঁতভাবে সহায়ক ভূমিকা পালন করেছেন।