আইপিএলে (IPL 2020) আজ দুবাইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস। পর পর দুটো ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রাজস্থান। অন্যদিকে মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চেনা ছন্দে ফিরেছে নাইটরা। সেই ধারা ধরে রাখতে আজ মাঠে নামবে তারা। তেমনই রাজস্থানের লক্ষ্য জয়ের হ্যাটট্রিকের দিকে। এদিকে ম্যাচের আগে সকালে নাইট শিবির টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছে। তাতে বোলার কমলেশ নাগরকোটিকে (Kamlesh Nagarkoti) বল হাতে দেখা যাচ্ছে অনুশীলনে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগে কমলেশকে বেশ তরতাজা মনে হচ্ছে।

গত ম্যাচে কমলেশ ২ ওভার বল করে ১৭ রান দেন। নাইট শিবিরের ভরসা তিনি। দল মনে করছে আজকের ম্যাচ থেকেই জ্বলে উঠবেন তরুণ এই ক্রিকেটার।আরও পড়ুন :East Bengal To Make ISL Debut: আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন নীতা আম্বানি

 

 

Instagram-এ এই পোস্টটি দেখুন

 

@kl_nagarkoti_5_ #HaiTaiyaar On a scale of 1-10, how excited are you for #RRvsKKR tonight ⚡ #Dream11IPL #IPL2020

-এ Kolkata Knight Riders (@kkriders) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে

২০১৮ সালে ভারতের অনুর্ধ ১৯ বিশ্বকাপ জেতার অন্যতম কারিগর ছিলেন কমলেশ। ২০১৮ সালেও কেকেআর শিবিরে ছিলেন তিনি। চোটের কারণে পরের ২ বছর তিনি ছিটকে যান। ৩ কোটি ২০ লাখ টাকায় কমলেশকে কিনেছে শাহরুখ খানের দল।