Medimix Partnership with KKR: আইপিএল ২০২০-তে প্রথমবার কেকেআরের হাইজিন পার্টনার হল ভারতের খ্যাত হারবাল সাবান ব্র্যান্ড মেডিমিক্স
কেকেআর ও মেডিমিক্স (Picture Source: twitter)

দু'বার আইপিএল (IPL 2020) জয়ী কলকাতা নাইট রাইডার্সের (KKR) এবছরের স্কীনফিট ও হাইজিন পার্টনার মেডিমিক্স (Medimix) হারবাল (Herbal Soap) সাবান ব্র্যান্ড। সংযুক্ত আরব আমিরশাহিতে খেলোয়াড়দের স্বাস্থ্যের খেয়াল রাখবে, পাশাপাশি করোনা জীবাণু থেকে মুক্তি পেতে হ্যান্ড স্যানিটাইজার দেবে। করোনাকালেই মেডিমিক্সের নতুন হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার লঞ্চ হয়েছে। মেডিমিক্সের লোগো দেখা যাবে খেলোয়াড়দের ট্রাউজারে। আইপিএলে ব্র্যান্ড পার্টনার হিসেবে মেডিমিক্সে এবছরে নতুন আগমন।

মেডিমিক্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কোলাইলের বক্তব্য, তাদের লক্ষ্য পূর্ব ভারতে সচেতনতা গড়ে তুলতে মেডিমিক্স একটি বড়সড় ভূমিকা গ্রহণ করবে। তাদের প্রোডাক্ট করোনার সঙ্গে লড়তে সাহায্য করবে। একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। কেকেআরের মার্কেটিং হেড কৌস্তভ ঝা বলেছেন, ভারতীয় কোম্পানি মেডিমিক্স হারবালকে পার্টনার হিসেবে পেয়ে তাঁরা গর্বিত। শুধু খেলোয়াড়দের প্রোডাক্ট দিয়ে সুরক্ষিত রাখাই নয়, মেডিমিক্সের প্রোডাক্ট কোয়ালিটি বেশ উন্নতমানের। এই চুক্তি যে সফলতা তাতে তাঁরা আশাবাদী। আরও পড়ুন, কেকেআরের পুরো ম্যাচের সময় ও সূচি সম্পর্কে জানুন বিস্তারিত; ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে

আইপিএল ২০২০-র সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর থেকে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK)। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হব। মুখোমুখি থাকবে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর-র প্রথম রাউন্ডের ম্যাচ ১ নভেম্বর, ২০২০-র মধ্যে হয়ে হয়ে যাওয়ার কথা। মুখোমুখি থাকবে রাজস্থান রয়্যালস। আইপিএল-এর ম্যাচগুলি হবে আবু ধাবি, শারজা ও দুবাইয়ে হবে। কেকেআরের বেশিরভাগ ম্যাচই খেলা হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।