KL Rahul (Photo Credit: Instagram)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল(IPL 2022)-র নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ (Lucknow) এবং আহমেদাবাদ (Ahmedabad Franchise) মেগা নিলামের (Mega Auction) আগে তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়েছে। আমেদাবাদ দল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রশিদ খান (Rashid Khan) এবং শুভমান গিলকে (Shubman Gill) দলে নিয়েছে। অন্য়দিকে, লখনউ দল কেএল রাহুল (KL Rahul), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) এবং রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) দলে নিয়েছে। রাহুল লখনউ দলের নেতৃত্ব দেবেন। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য ১৭ কোটি টাকা খরচ করছে। আর তার ফলে আইপিএল-র ইতিহাসে যৌথ-সর্বোচ্চ দর পাওয়া খেলোয়াড় হয়েছেন রাহুল। ২০১৮ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) নিলামের আগেই ১৭ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলে নিয়েছিল।

জানা গিয়েছে, লখনউ ফ্র্যাঞ্চাইজি ৫৯.৮৯ কোটি টাকার পার্স নিয়ে আগামী মাসে হতে যাওয়া নিলামে অংশ নেবে। রাহুল ছাড়াও লখনউ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টোইনিস এবং আনক্যাপড ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইকে যথাক্রমে ৯.২ কোটি এবং ৪ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। অন্যদিকে, আমেদাবাদ দল হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসাবে ১৫ কোটি টাকা দেবে। আফগানিস্তানের বড় রশিদ খানকেও একই দামে নেওয়া হয়েছে। শুভমান গিলকে ৮ কোটিতে সই করিয়েছে দলটি। আমেদাবাদ ৫২ কোটি টাকা নিয়ে মেগা নিলামে অংশ নেবে। আরও পড়ুন: IPL 2022 Mega Auction: আইপিএল মেগা নিলামের জন্য ১,২১৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন, জানাল বিসিসিআই

শনিবার এক বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২২-র মেগা নিলামের (IPL 2022 Mega Auction) জন্য ১ হাজার ২১৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন।