Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2025 Winning Prediction: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ১৫ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩ এপ্রিল মুখোমুখি হবে কেকেআর বনাম এসআরএইচ (KKR vs SRH)। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ।দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং গত মরসুমের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দুই দলই চলতি আইপিএল মরসুমে বেশ হোঁচট খেয়েছে। দুই দলই তাদের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে উপরে উঠতে তাই দুই দল আসন্ন ম্যাচটি জিততে মরিয়া। কেকেআরের অধিনায়ক আজ ঘরের মাঠের সুবিধা নিয়ে ইডেনে দলকে এই মরসুমের প্রথম জয়ে এনে দিতে চাইবেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ
আইপিএলে কেকেআর বনাম এসআরএইচে মোট ২৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে কেকেআর জিতেছে ১৯ বার এবং এসআরএইচ জিতেছে ৯ বার।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
সাম্প্রতিক আইপিএল মরসুমের রেকর্ড বলছে যে ইডেন গার্ডেন্সে দলগুলি টসে জিতে কিন্তু প্রথমে ব্যাট করা কিছুটা পছন্দ করেছে। এটি এমন একটি ভেন্যু যেখানে দ্বিতীয় ইনিংসে পিচটি ধীর হয়ে যায়। ফলে ভালো টোটাল দিলে তাড়া করা দলগুলির পক্ষে সেই রান তুলে নেওয়া বেশ কঠিন। ভেন্যুর রেকর্ডও বলছে ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করা দলগুলো বেশিরভাগ ম্যাচ জিতেছে। কিন্তু মজার বিষয় হল এই মরসুমের প্রথম ম্যাচ কিন্তু রান তাড়া করা দল জিতেছে তাই টস জিতলে সবসময় এই ভেন্যুতে উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যাবে এমন নয়।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ১৭৫-১৮৫ রান
দ্বিতীয় ইনিংস: ১৬০-১৭৫ রান
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction
বর্তমান ফর্ম এবং ইডেন গার্ডেন্সের পারফরম্যান্সের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী কেকেআরের জন্য যে ব্যতিক্রমী স্পিন বোলিং আক্রমণ নিয়ে আসেন সেটা থেকে ইডেন গার্ডেন্সে বেশ সুবিধা পাওয়া যায়। এমনিতেও এই পিচের ইতিহাস কিন্তু বরাবরই স্পিনারদের পক্ষে। তবে ফর্মে থাকা হেনরিখ ক্লাসেন ও ট্রাভিস হেডের বিস্ফোরক ব্যাটিং স্পিনের বিপক্ষেও বেশ ভালো। তাই অরেঞ্জ আর্মির লাইনআপকে খাটো করে দেখা উচতি হবে না। খেলার মাঝের ওভারগুলিতে কেকেআরের স্পিনাররা কতটা তাড়াতাড়ি উইকেট নিতে পারবেন তার উপর নির্ভর করবে ম্যাচের ফলাফল।
Google বলছে, আজ কলকাতা নাইট রাইডার্সের জেতার সম্ভাবনা-৪৫% এবং সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাবনা-৫৫%