ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) আজ পঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ইয়ন মর্গানের নেতৃত্বাধীন কেকেআর সংযুক্ত আরব আমিরশাহিতে বেশ ভাল ফর্মেই রয়েছে। সব ঠিকঠাক থাকলে প্লে অফেও জায়গা করতে পারে কলকাতার দলটি। কেকেআর আমিরশাহি লেগে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে এবং পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেই তারা একমাত্র হেরেছে।
দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে গত ম্যাচ জিততে কেকেআর শিবিরকে বেশ কাঠখড় পোড়াতে হয়। অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়েও শেষের দিকে চাপে পড়ে যায় তারা। মিডল অর্ডারে নামা ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে ভুগতে হচ্ছে। একেবারেই ফর্মে নেই অধিনায়ক মর্গান। তবে আশার কথা বোলাররা ম্যাচ বাঁচিয়ে দিচ্ছেন। আরও পড়ুন: KKR vs PBKS Preview: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ কোথায় খেলা হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ কবে ও কখন শুরু হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।
অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।