ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) আজ পঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ইয়ন মর্গানের নেতৃত্বাধীন কেকেআর সংযুক্ত আরব আমিরশাহিতে বেশ ভাল ফর্মেই রয়েছে। সব ঠিকঠাক থাকলে প্লে অফেও জায়গা করতে পারে কলকাতার দলটি। কেকেআর আমিরশাহি লেগে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে এবং পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেই তারা একমাত্র হেরেছে।

দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে গত ম্যাচ জিততে কেকেআর শিবিরকে বেশ কাঠখড় পোড়াতে হয়। অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়েও শেষের দিকে চাপে পড়ে যায় তারা। মিডল অর্ডারে নামা ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে ভুগতে হচ্ছে। একেবারেই ফর্মে নেই অধিনায়ক মর্গান। তবে আশার কথা বোলাররা ম্যাচ বাঁচিয়ে দিচ্ছেন। আরও পড়ুন: Smriti Mandhana: প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে গোলাপি বলের টেস্টে শতরান স্মৃতি মান্ধানার

অন্যদিকে, আজকের ম্যাচে হারলে পঞ্জাবের দলটি প্লে-অফে যাওয়া থেকে ছিটকে যাবে। বর্তমানে ১১টি ম্যাচ খেলে ৮টি পয়েন্ট পেয়েছে সুপার কিংস। কেএল রাহুলের নেতৃত্বাধীন দলটি সংযুক্ত আরব আমিরশাহিতে ৪টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। দলর ব্যাটিং লাইনআপ ভোগাচ্ছে দলটিকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে মাত্র ১৩৫ রান করেছিল তারা।

দুই দলের সম্ভাব্য একাদশ:

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গান, নীতিশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, টিম সাউদি, লকি ফার্গুসন,প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।

পঞ্জাব কিংস: কে এল রাহুল, মায়ঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুদা, ফ্যাবিয়ান অ্যালেন, হরপ্রীত ব্রার, নাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং।

পরিসংখ্যান: দুই দল এর আগে ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআর জিতেছে ১৯টিতে। ৯টিতে জিতেছে পঞ্জাব।