Varun Chakravarthy Marries His Long-Time Girlfriend (Photo Credits: Instagram)

বিয়ে করলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটার বরুণ চক্রবর্তী (Cricketer Varun Chakravarthy)। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। চেন্নাইয়ে ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সারেন এই ক্রিকেটার। বিয়ের ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে। আর তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

বোলিং স্টাইলের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রাস ছিলেন বরুণ। সদ্য সমাপ্ত আইপিএল টুর্নামেন্টেও তাঁর পারফরম্যান্স ভক্তদের মুগ্ধ করেছে। তরুণ এই ক্রিকেটার 'রহস্য স্পিনার' হিসাবে খ্যাত। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি ১৭টি উইকেট নিয়েছেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ তিনি ভারতীয় দলে জায়গা পান। যদিও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান। তাঁর জায়গায় দলে আসেন টি নটরাজন। যিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। আরও পড়ুন: Odisha FC vs FC Goa: আইএসএলে আজ ওড়িশা এফসি বনাম এফসি গোয়া; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

 

অস্ট্রেলিয়া সফরে যেতে না পারলেও বরুণকে আগামী সিরিজগুলিতে কাজে লাগাতে চাইবেন নির্বাচকরা। আর আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর তাতে বরুণকে পেলে স্পিন অ্যাটাক শক্তিশালী হবে বিরাট কোহলিদের।