FC Goa (Photo Credits: Instagram)

শনিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ২৫তম ম্যাচে গোয়ার জিএমসি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি ও এফসি গোয়া (Odisha FC vs FC Goa)। এফসি গোয়া তাদের সপ্তম আইএসএল মরশুমে খেলছে। ওড়িশা খেলছে দ্বিতীয় মরশুম। আইপিএলে ২ বারের রানার-আপ গোয়া লিগ পর্বে সেরা সাফল্যের হারের অধিকারী দল। ১১২ ম্যাচ খেলে তারা ৪২টিতে জিতেছে। ওড়িশা ২২ ম্যাচে ৭টি জয় পেয়েছে।

চতলি মরশুমে গোয়া এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে - একটি জিতেছে, দুটি ড্র করেছে এবং একটি ম্যাচে হেরেছে। অন্যদিকে ওড়িশা এই মরশুমে এখনও একটি ম্যাচও জিততে পারেনি। ৪টি ম্যাচ খলে তারা ৩টিতে হেরেছে। ১টি ম্যাচ ড্র করেছে। নিজেদের শেষ ম্যাচে গোয়া কেরালা ব্লাস্টার্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে ওড়িশা মুম্বই সিটি এফসির কাছে ২-০ ব্যবধানে হেরেছে। আরও পড়ুন: Diego Maradona Museum: ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনার স্মৃতিতে বিশ্বমানের যাদুঘর স্থাপনের পরিকল্পনা কেরালার ব্যবসায়ীর

ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: কমলজিৎ সিং, শুভম সারঙ্গি, স্টিভেন টেইলর, জ্যাকব ট্রাট, হেন্ড্রি আন্তোনয়, জেরি মাভিহমিংথঙ্গ, কোল আলেকজান্ডার, গৌরব বোরা, নন্দকুমার সেকার, দিয়েগো মরিসিও, ম্যানুয়েল ওনবু।

এফসি গোয়া-র সম্ভাব্য প্রথম একাদশ: মহম্মদ নওয়াজ, সেরিটন ফার্নান্দেস, আইবান দোহলিং, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা, এডু বেদিয়া, লেনি রডরিগ্রস, আলবার্তো নোগুয়েরা, ব্র্যান্ডন ফার্নান্দেস, জর্জি অর্টিজ, ইগর অ্যাঙ্গুলো।

পরিসংখ্যান: আইএসএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৯ সালে প্রথম সাক্ষাতে ওড়িশা এফসি-কে ৩-০ গোলে হারিয়েছে এফসি গোয়া। দ্বিতীয় সাক্ষাতে ওড়িশার বিরুদ্ধে ৪-২ গোলের জয় পেয়েছে গোয়া।