ভারত ও পাকিস্তানের একযোগে করোনাভাইরাসের (Coronavirus Pandemic) মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। করোনা ত্রাণে টাকা জোগাড়ের লক্ষ্যে ভারত-পাকিস্তানের একদিনের সিরিজ (India and Pakistan series) আয়োজনেরও তিনি প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেই প্রস্তাবের বিরোধিতা করলেন কপিল দেব (Kapil Dev)। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ভারতের টাকার দরকার নেই। ক্রিকেট ম্যাচের জন্য জীবনের ঝুঁকি নেওয়া যায় না।" তিনি আরও বলেছেন যে সিরিজের এই কারণে গুরুত্ব নেই যে সরকার লোকজনকে বাড়ির ভিতরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।
গতকাল শোয়েব বলেন, ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের মোকাবিলার জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে দু’দলের একদিনের সিরিজ আয়োজন করা উচিত। তবে এই প্রস্তাবে মত নেই কপিলের। তিনি বলেছেন, "ওর নিজস্ব মতপ্রকাশের অধিকার আছে। তবে আমাদের টাকা তোলার প্রয়োজন নেই। আমাদের যথেষ্ট টাকা আছে। বিসিসিআই ৫১ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও টাকা দিতে পারে। এই মুহূর্তে সঙ্কটের মোকাবিলার জন্য প্রশাসনের একযোগে কাজ করা উচিত। আমি এখনও টিভিতে দেখছি রাজনীতিবিদরা পরস্পরকে দোষারোপ করে চলেছেন। এটা বন্ধ হওয়া দরকার। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এই সময় ক্রিকেট ম্যাচ আয়োজনের অর্থ হল ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। সেটা করার দরকার নেই।" আরও পড়ুন: Coronavirus Crisis: ভারত যদি পাকিস্তানের জন্য ১০,০০০ ভেন্টিলেটর তৈরি করে তবে আমরা সারাজীবন মনে রাখব: শোয়েব আখতার
বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল আরও বলেন, "তিনটি ম্যাচ হলে কত টাকা উঠবে? অযথা ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমার মতে, আগামী পাঁচ-ছ মাস ক্রিকেট খেলার কথা ভাবাই যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট খেলা ফের শুরু হবে। দেশের চেয়ে খেলা বড় নয়। এখন গরিব মানুষ, হাসপাতালের কর্মী, পুলিশসহ যাঁরা করোনাভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছেন তাঁদের দেখা উচিত।"