
IND U19 Squad for ENG: আজ, ২২ মে বিসিসিআই (BCCI) ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে। সফরে দুই দলের মধ্যে পাঁচটি ওয়ানডে এবং দুটি মাল্টি ডে ম্যাচ আয়োজিত হবে ২৪ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে। এই আইপিএল সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফর্ম করা আয়ুষ মহাত্রে (Ayush Mhatre)-কে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলে সহকারী অধিনায়ক হিসেবে যাচ্ছেন অভিজ্ঞান কুন্ডু (Abhigyan Kundu)। ১৬ সদস্যের এই দলে নির্বাচিত দুই উইকেটকিপারের একজন এই কিশোর। আইপিএলের উঠতি তারকা মহাত্রের মতো, বৈভব সুর্যবংশীও (Vaibhav Suryavanshi) এই মরসুমে একজন সেনসেশন হয়ে উঠেছে। তিনি এই মরসুমের মাঝামাঝি সময়ে অভিষেক করলেও শিরোনামে থেকেছেন প্রায় রোজই। আইপিএলে সাতটি ম্যাচ খেলে ২৫২ রান করেছেন ২০৬.৫৫ স্ট্রাইক রেট নিয়ে। তাঁর নামের পাশে রয়েছে একটা সেঞ্চুরি আর একটা ফিফটি। সূর্যবংশী সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করে জায়গা করেছেন এই যুব দলে। England Lions vs India A: অভিমন্যু ঈশ্বরনের দলকে আটকাতে ইংল্যান্ড লায়ন্সে ক্রিস ওকস, একনজরে স্কোয়াড এবং সূচি
ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল
Presenting the India U19 squad for the England Tour! 🇮🇳✈
Young guns ready to shine on English soil! 🌟#IndiaU19 #TeamIndia #U19TourOfEngland pic.twitter.com/grkLaQNoUf
— Star Sports (@StarSportsIndia) May 22, 2025
ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌলিয়ারাজসিংহ চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আর এস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুদ্ধজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা, অনমোলজিৎ সিং।
স্ট্যান্ডবাই খেলোয়াড়ঃ নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি, অলঙ্কৃত রাপোল (উইকেটরক্ষক)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ সূচি
২৪ জুন -লাফবোরো বিশ্ববিদ্যালয়ে এক দিনের ওয়ার্ম আপ ম্যাচ
২৭ জুন - প্রথম ওয়ানডে, হোভে
৩০ জুন - দ্বিতীয় ওয়ানডে, নর্থহ্যাম্পটনে
২ জুলাই- তৃতীয় ওয়ানডে, নর্থহ্যাম্পটনে
৫ জুলাই - চতুর্থ ওয়ানডে, ওয়ার্সেস্টারে
৭ জুলাই - পঞ্চম ওয়ানডে, ওয়ার্সেস্টারে
১২ জুলাই থেকে ১৫ জুলাই - প্রথম মাল্টি ডে ম্যাচ, বেকেনহামে
২০ জুলাই থেকে ২৩ জুলাই -দ্বিতীয় মাল্টি ডে ম্যাচ চেমসফোর্ডে