আইপিএল-র (IPL 2021) ৩৫ তম ম্যাচে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরেছে আরসিবিব। অন্যদিকে সিএসকে তাদের গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে। কেকেআর-র বিরুদ্ধে ম্যাচে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি দ্রুত আউট হয়ে যান। এরপর এবি ডি ভিলিয়ার্স, গ্রেন ম্যাক্সওয়েলরা কিছুই করে উঠতে পারেনি। ম্যাক্সওয়েলের ফর্ম নিয়ে উদ্বেগ থাকছে আরসিবি শিবিরে।
ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, আরসিবির উচিত টিম ডেভিডের মতো কাউকে মিডল অর্ডারে নিয়ে এসে ব্যাটিংকে শক্তিশালী করা। অন্যদিকে সিএসকে চাইবে তাদের টপ অর্ডার রানের মধ্যে ফিরে আসুক। তবে, দুরন্ত ফর্মে আছে রুতুরাজ গাইকোয়াড়, ডিজে ব্রাভো এবং রবীন্দ্র জাদেজা। আরও পড়ুন: Sri Lanka Premier League 2021: ৪ ডিসেম্বরে শুরু হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, ফাইনাল ২৩ তারিখ
দুই দলের সম্ভাব্য একাদশ:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: দেবদূত পাদিক্কল, বিরাট কোহলি (সি), শ্রীকর ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ওয়ানিন্দু হাসারাঙ্গা/ টিম ডেভিড, কাইল জ্যামিসন, হর্ষাল প্যাটেল, নবদীপ সাইনি/ শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোওয়াড়, ফাফ ডু প্লেসিস, অম্বাতি রায়ডু/ রবিন উথাপ্পা, মইন আলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (C/ WK), ডিজে ব্রাভো, জোশ হ্যাজেলউড/ ইমরান তাহির, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।
পরিসংখ্যান: দুই দল এখনও পর্যন্ত ২৮টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে সিএসকে জিতেছে ১টিতে। ১১টি ম্যাচে জিতেছে মুম্বই। একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি।