IPL Auction 2021 Live Streaming: কখন, কোথায় দেখবেন আইপিএল নিলামের লাইভ স্ট্রিমিং
IPL 2020 winners (Photo Credits: @IPL/Twitter)

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম (IPL Auction 2021)। নিলামের আসর বসছে চেন্নাইতে। সমস্ত দল তাদের প্রস্তুতি চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত। ২৯২ জনেরও বেশি খেলোয়াড় নিলামে উঠবেন। এটা মিনি নিলাম, তাই অনেক দিকই মাথায় রাখতে হচ্ছে দলগুলিকে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি এই মরশুমের আইপিএল দেশেই হবে নাকি বিদেশে। যদি ধরে নিই আইপিএল দেশেই হচ্ছে তবুও দলগুলি নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না। কারণ সেই করোনাভাইরাস মহামারী। নিলামের জন্য দলগুলিকে সম্প্রতি হওয়া কয়েকটি টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সে চোখ রাখতে হবে। মু্স্তাক আলি ট্রফি, বিগ ব্যাশ লিগ সহ অন্য একদিনের টুর্নামেন্ট থাকছে দলগুলির নজরে। এই নিলামে কয়েকজন খেলোয়াড় সর্বোচ্চ দরে বিক্রি হতে পারেন। তাঁদের জন্য ঝাঁপাতে পারে সব দলগুলিই, তাই দরও বাড়তে পারে।

আইপিএল নিলামে যে দুটি দল সব থেকে বেশি অর্থ নিয়ে নামবে তারা হল কিংস ইলেভেন পাঞ্জাব (৫৩.২ কোটি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩৫.৪ কোটি)। তাই তারা চাইবে বেশি টাকা খরচ করে সেরা খেলোয়াড়দের ঘরে তুলতে। সাইরাইজার্স হায়দরাবাদের মতো কেকেআর কেবলমাত্র ১০.৭৫ কোটি হাতে নিয়ে প্লেয়ার কিনতে নামবে। যা আটটি দলের মধ্যে সর্বনিম্ন বাজেট। এদিকে, নিলামে একজন ক্রিকেটারের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা। ভারতের হরভজন সিং এবং কেদার যাদব সহ এই তালিকায় রয়েছেন ১০ জন ক্রিকেটার। অন্যরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, সাকিব অল হাসান, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রায় এবং মার্ক উড। এদিকে, অন্য দেড় কোটি বেস প্রাইসের তালিকায় রয়েছেন ১২ জন। পরের তালিকায়, এক কোটি বেস প্রাইসে রয়েছেন হনুমা বিহারী এবং উমেশ যাদব সহ ১১ জন। আরও পড়ুন: IPL Auction 2021: আগামীকাল আইপিএলের মিনি নিলাম, এই খেলোয়াড়দের জন্য ঝাঁপাতে পারে কেকেআর

আইপিএল মিনি নিলাম কবে ও কোথায় হবে?

আইপিএল ২০২১ নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে হবে।

আইপিএল নিলাম কখন শুরু হবে?

আইপিএল নিলাম শুরু হবে বিকেল ৩টেয়।

কোন টিভি চ্যানেলে আইপিএল নিলাম সরাসরি সম্প্রচার করা হবে?

আইপিএল নিলাম স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।

কোথায় আইপিএল নিলাম লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে?

আইপিএল নিলাম হটস্টারে লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে।