আমিরশাহি পৌঁছলেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন (Photo: Twitter)

কলকাতা নাইট রাইডার্স শিবিরে (Kolkata Knight Riders) যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারিন (Sunil Narine)। রবিবার টুইটারে তাদের স্বাগত জানিয়ে ছবি পোস্ট করে কেকেআর। আইপিএল (IPL 2020) শুরুর এক সপ্তাহ আগে কেকেআরের তারকা জুটি সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন। কেকেআর তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দুজনের ছবি পোস্ট করেছে। ট্রেনিংয়ের জন্য স্কয়্যাডে যোগ দেওয়ার আগে অন্তত ছয় দিন আইসোলেশনে থাকবেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।

২৩ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে কেকেআর। দলের ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান টম ব্যান্টনকে ওই ম্যাচে পাওয়া যাবে। এই তিন ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে খেলছেন। আইপিএল শুরুর তিনদিন আগে ১৬ সেপ্টম্বর শেষ হবে সিরিজ। আরও পড়ুন: US Open 2020 Women’s Final: দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন জাপানের নাওমি ওসাকা

গতবার আইপিএল পাঁচ নম্বরে শেষ করেছে কেআরআর। এবার তৃতীয়বার শিরোপা জিততে দলের বিদেশ খেলোয়াড়দের ওপর অনেকটাই নির্ভর করছেন দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন দলটি। প্যাট কামিন্স থাকা দলের বোলিং আক্রমণ বেশ মজবুত।