প্রত্যাশামতোই দ্বিতীয়বার ইউএস ওপেন (US Open 2020) জিতলেন জাপানের নাওমি ওসাকা (Naomi Osaka)। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে (Victoria Azarenka) হারালেন তিনি। বেলারুশিয়ান তারকা ওসাকার কাছে ১-৬, ৬-৩, ৬-৩ সেটা হার মানেন।
মাত্র ২২ বছর বয়সী ওসাকা প্রথম সেটে হারের পরেও ম্যাচটি ঘুরিয়ে দিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নেন। এনিয়ে তিনবার ইউএস ওপেনের ফাইনালে হারলেন আজারেঙ্কা। ২০১২ এবং ২০১৩ সালের ফাইনালে তিনি সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছিলেন।
A championship won on an incredible rally!@naomiosaka clinches the #USOpen 🏆 in three sets over Victoria Azarenka. pic.twitter.com/yVVd0Q0mnN
— US Open Tennis (@usopen) September 12, 2020
সেমিফাইনালে আমেরিকান জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়েছেন ওসাকা। কোর্টে এসেছিলেন তিনি ২০১৬ সালে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ফিলান্ডো কাস্টিলের নাম লেখা মাস্ক পরে। ফাইনালে পা রেখে স্পষ্ট করেই জানিয়েছেন, এ প্রতিবাদ মানসিক শক্তিও জোগাচ্ছে তাঁকে।