(Photo: Twitter)

করোনাভাইরাস মহামারীর কারণে এবার বাতিল হয়ে গেল ভারতের শ্রীলঙ্কা সফর (India's tour to Sri Lanka)। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি (ICC)। অগাস্টেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বিরাট কোহলিদের। যদিও আজ শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) জানিয়ে দিয়েছে, তারা ওই সিরিজের আয়োজন করতে পারবে না। তিনটি একদিনের ও তিনটি টি টেয়োন্টি খেলার কথা ছিল কোহলিদের।

শ্রীলঙ্কা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিসিসিআই (BCCI) সিরিজের প্রতি বদ্ধপরিকর রয়েছে তবে তাদের সরকারের থেকে অনুমতি নিতে হবে। যেহেতু ভারতে করোনাভাইরাস কেসের সংখ্যা বাড়ছে, তাই সরকার খেলোয়াড়দের বিদেশ ভ্রমণের করার অনুমতি দেবে এমন কোনও উপায় নেই। শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলন শুরু করলেও ভারতীয় খেলোয়াড়রা মার্চ থেকেই ঘরে বসে।

গত মাসে বিসিসিআইকে লেখা একটি চিঠি দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চিঠিতে তারা আশা করেছিল যে জুনে তারা টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত। বিসিসিআই তাদের অনুরোধ অস্বীকার করেনি তবে এই সফর হবে না বলেই তারা মনে করেছিল। বৃহস্পতিবার, ধোঁয়াশা জারি না রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়ে দিল এই সিরিজ হবে না।