Krishna Pandey Smashes 6 Sixes In An Over (Photo: Twitter)

৬ বলে ৬ ছক্কা (6 Sixes In An Over) হাঁকিয়ে যুবরাজ সিং, রবি শাস্ত্রী এবং কাইরন পোলার্ডের দলে নাম লেখালেন ভারতের এক তরুণ ক্রিকেটার। তাঁর নাম কৃষ্ণা পান্ডে (Krishna Pandey)। চলমান পদুচেরি টি-টেন টুর্নামেন্টে (Pondicherry T10 Tournament) তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। প্যাট্রিয়টস এবং রয়্যালসের মধ্যে হওয়া ম্যাচে কৃষ্ণা এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন। ম্যাচের ষষ্ঠ ওভারে এই সাফল্য পান তিনি। বোলার নীতেশ কুমারের পরপর পাঁচ বলে ছক্কা হাঁকান। পাঁচটি ছক্কা খেয়ে পরের বলটি ওয়াইড করেন নীতেশ। যদিও তাঁর করা শেষ বলটিও লাইনের বাইরে পাঠিয়ে দেন কৃষ্ণা। শেষ পর্যন্ত ৮৩ রান করে আউট হন রয়্যালসের ক্রিকেটার কৃষ্ণা।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয়টি ছক্কা মেরে যুবরাজ সিং অবশ্যই ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছিলেন। সেবার ভারত বিশ্বকাপ জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কাইরন পোলার্ড ২০২১ সালের মার্চ মাসে একটি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার আকিলা দানঞ্জয়ার এক ওভারে ছটি ছক্কা হাঁকান। ঘটনাক্রমে, আগের ওভারেই হ্যাটট্রিক করেছিলেন দানঞ্জয়া। আরও পড়ুন: French Open 2022: নরওয়ের রুডের বিরুদ্ধে ফাইনালে খেলবেন নাদাল

পোলার্ড এবং যুবরাজের আগে হার্শেল গিবসই প্রথম ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে গিবস এই কৃতিত্ব অর্জন করেছিলেন।