প্যারিস, ৪ জুন: নরওয়ের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন ক্যাসপার রুড। শুক্রবার রাতে ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে ৩-৬, ৬-৪,৬-২ জিতে চূড়ান্ত খেতাবি লড়াইয়ে উঠলেন রুড। রবিবার ফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ হলেন ক্যাসপার রুড। ১৪তম ফরাসি ওপেন জিততে হলে নরওয়ের ইতিহাস গড়া তারকাকে হারাতে স্পেনর কিংবদন্তি।
গতকাল প্রথম সেমিফাইনাল জার্মানির আলেকজান্দার জেভরেভের বিরুদ্ধে ৭-৬, ৬-৬ থাকা অবস্থায় ম্যাচে ওয়াকভারে পেয়ে যান নাদাল। কারণ ম্যাচ চলাকালীন মারাত্মক চোট পান টোকিও অলিম্পিকে সোনা জয়ী জেভেরভ। ফলে ওয়াকওভারে পেয়ে ফাইনালে ওঠেন ২১টি গ্র্যান্ডস্লাম জয়ী রাফা। আরও পড়ুন: আজকের দিনেই 'বল অফ দ্য সেঞ্চুরি' করেন শেন ওয়ার্ন, ফিরে দেখুন সেই মূল্যবান মুহূর্তের ভিডিও
এদিকে, আজ শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে দুনিয়ার এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের ইগা সোয়াস্তিক খেলবেন আমেরিকার টিনেজার তারকা কোকো গাফের বিরুদ্ধে।