India vs West Indies 1st T20I: আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত, প্রথম একাদশে কারা থাকছেন?
Team India (Photo: ANI)

ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর টিম ইন্ডিয়া শুক্রবার থেকে টি-টোয়েন্টি অভিযান (India vs West Indies T20 Series) শুরু করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারতীয় দল। আজক প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (India vs West Indies 1st T20I) আবারও রোহিত শর্মা (Rohit Sharma) দলের নেতৃত্বে ফিরে আসবেন। ওয়ানডে সিরিজে বিশ্রাম নেওয়ার পর আজ মাঠে নামবেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)।

রোহিত শর্মা উইনিং কম্বিনেশন ধরে রাখবেন নাকি দলের কয়েকটি পরিবর্তন আনবেন, তা জানার জন্য আমাদের আরও কিছু ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল প্রথম টি-টোয়েন্টিতে রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে সুযোগ পাবেন কি না। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০ ওভারের ম্যাচে নামবে ভারত। ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন, তিনিো ভারতীয় দলে ফিরে এসেছেন। ব্যাটার শ্রেয়স আইয়ার ও দীপক হুদা টি-টোয়েন্টি ম্যাচেও তাঁদের ফর্ম ধরে রাখতে চাইবেন। আরও পড়ুন: Lionel Messi: 'তুমি ওরম তাকিও না'... মারের পাল্টা গোল মেসির (দেখুন ভিডিয়ো)

ভারতের সম্ভাব্য় একাদশ:

ওপেনার: রোহিত শর্মা (সি), ইশান কিষাণ

মিডল অর্ডার: শ্রেয়স আইয়ার, দীপক হুদা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থন্ত (উইকেট কিপার)

লোয়ার অর্ডার: হার্দিক পান্ডিয়া, অক্সার প্যাটেল বা আর অশ্বিন

পেস বোলার: ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং