
India National Cricket Team vs England National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল আগামিকাল (২০ জুন) মুখোমুখি হবে। ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ২০২৫ (ENG vs IND Test Series 2025)-এর প্রথম ম্যাচ আয়োজিত হবে লিডসের হেডিংলেতে (Headingley, Leeds)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) এবং আর অশ্বিনের (R. Ashwin) অবসরের পরে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শুরু করবে। শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারত একটি নতুন যুগের সূচনা করবেন। অন্যদিকে, ইংলিশ দলের নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস (Ben Stokes)। এখন এই তরুণ ভারতীয় দল কীভাবে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাজবল (Bazball) পন্থার মোকাবিলা করে সেটাই দেখার। নতুন অধিনায়ক শুভমন গিলের উপর চাপ থাকবে ইংল্যান্ডের মাটিতে ভারতে জয় তুলে নেওয়ার। ENG Playing XI, ENG vs IND: লিডস টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, ভারতের বিপক্ষে খেলছেন ক্রিস ওকস
ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ২০২৫
Rishabh Pant opens up about his special bond with Shubman Gill ahead of the high-stakes ENG vs IND Test series!
This dynamic duo is ready to light up Leeds starting June 20. 🔥#TeamIndia #ENGvIND pic.twitter.com/isAIZ0ziB4
— Doordarshan Sports (@ddsportschannel) June 19, 2025
ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ?
২০ জুন লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
ভারতে কোথায় বিনামূল্যে দেখবেন ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ ভারতে টেলিভিশনে বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে ডিডি স্পোর্টসে (DD Sports)।