Virat Kohli. (Photo Credits: X)

কানপুর, ৩০ সেপ্টেম্বর: রোহিত শর্মার সাহসী সিদ্ধান্ত কানপুরে নিশ্চিত ড্র হতে চলা ম্যাচকে থ্রিলারের পর্যায়ে নিয়ে গেল। কানপুরে ২০- সিরিজ জয় থেকে আর মাত্র ৮টা উইকেট দূরে টিম ইন্ডিয়া। বাংলাদেশ এখনও ২৬ রানে পিছিয়ে। আড়াই দিনেররও বেশী সময় বৃষ্টি আর মাঠ ভিজে থাকার কারণে পুরোপুরি ভেস্তে যাওয়ার পর এদিন খেলার শুরুতে বাংলাদেশের প্রথম ইনিংস ২৩৩ রানে বেঁধে ফেলে ভারত। এরপর জয়ের লক্ষ্যে মরিয়া টিম ইন্ডিয়ার ব্যাটারা মাত্র ৩৪.৪ ওভার ব্যাট করতেই টি-২০-র ঢঙে ৫২ রানের লিড নিয়ে ডিক্লেয়ার। ওভার প্রতি ৮ রানেরও বেশী তুলে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রানে থাকা অবস্থায় ডিক্লেয়ার করে।

রোহিত শর্মার লক্ষ্য ছিল, কানপুরে অল্প আলোয় বাংলাদেশের কয়েকটি উইকেট তুলে, মঙ্গলবার শেষ দিনে জয়ের জন্য ঝাঁপানো। সেটাতেও সফল হলেন রোহিত। মাত্র ১০ ওভারের মধ্যে ২৬ রানে তুলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তদের দুটি উইকেট হারিয়ে পুরোপুরি চাপে পড়ে যায়। চতুর্থ দিনের শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৬ রান। সব মিলিয়ে অধিনায়ক রোহিত শর্মা-কোচ গৌতম গম্ভীরের সাহসী সিদ্ধান্তের সম্মান রাখলেন ভারতীয় ব্যাটার-বোলাররা। গ্রিন পার্ক টেস্টের প্রথম তিনদিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। গোটা দুটো দিন বৃষ্টিতে ধুয়ে গেলেও রোহিত-গম্বীরদের আগ্রাসী সাহসী ক্রিকেট খেলাকে ফয়সালার দিকে নিয়ে গেল। টেস্ট ক্রিকেট যেন নতুন জীবন পেল টিম ইন্ডিয়ার হাত ধরে।

দিনের খেলার শেষের দিকে জাকির হাসান (১০)-কে এলবি করে ভারতকে প্রথম সফলতা এনে দেন অশ্বিন। এরপর তিন নম্বরে নাইট ওয়াচম্যান হিসেবে নামেন হাসান মেহমুদ। হাসানকে বোল্ড করে দেন অশ্বিন। বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়ে এখন কানপুরে জয়ের স্বপ্ন নাগালে চলে রোহিতদের। একই দিনে পুরো এরকটা টেস্টের মানচিত্র দিল টিম ইন্ডিয়া। প্রথমে বাংলাদেশের প্রথম ইনিংসের বাকি ৭টি উইকেট তোলা, তারপর মাত্র ৩৪ ওভারেই ৫১ রানের লিড নেওয়া,তারপর একেবারে শেষবেলায় নাজমুল শান্তোদের জোড়া ধাক্কা দেওয়া। কে বলবে, এই টেস্টে প্রথম তিনটে দিনে মাত্র ৩৪ ওভার খেলা হয়েছে।

আগামিকাল, মঙ্গলবার কাানপুর টেস্টের পঞ্চম তথা শেষ দিনে ৯৮ ওভার খেলা হবে। মঙ্গলের গ্রিনপার্কে বাংলাদেশকে ৪৫-৫০ ওভারের মধ্যে অল আউট করতে পারলেই কেল্লাফতে। অতীতে দেশের মাটিতে শেষে দিনের পিচে বারবার অসাধ্যসাধন করেছেন অশ্বিন-জাদেজা। তার সঙ্গে আবার বুমরা, আকাশদীপরা আগুনে স্পেল করছেন। সব মিলিয়ে ২-০ সিরিজ জেতার সব জমি তৈরি। এবার দেখার চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটাররা কেমন খেলেন।

চতুর্থ দিনের শেষে ম্যাচের স্কোরবোর্ড

এদিন কানপুরে প্রথম ইনিংসে ভারতের সুনামির মত ব্যাটিং টেস্ট ক্রিকেটে দ্রুততমের অনেক রেকর্ড ভেঙে দিল। মাত্র ১৮ বলে ৫০ রান করে টিম ইন্ডিয়া টেস্টের ইতিহাসে নয়া নজির গড়ল। এর আগে টেস্টে কোনও দল এত কম বলে ৫০ রান করতে পারেননি। রোহিত শর্মা প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন, সেই আক্রমণাত্মক মুড পুরোটা সময় জুড়ে চলে। যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২, শুবমন গিল ৩৬ বলে ৩৯স বিরাট কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলন। রোহিত শর্মার ২৩ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২০০-র ওপর। মাত্র ৩৪ ওভার চলা পুরো ইনিংসে ভারতীয় ব্যাটাররা মারেন মোট ৯টি ওভার বাউন্ডারি ও ২৮টি বাউন্ডারি। জয়সওয়াল-কোহলি-রাহুলদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কানপুরে টেস্টের বদলে টি-২০ ম্যাচ চলছে। রোহিতদের বিস্ফোরক ব্যাটিংয়ে ম্লান হয়ে গেল ইংল্যান্ডের অতীত চর্চিত ব্যাজবল ক্রিকেটও।