India U19 vs Australia U19 Live Streaming: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন লাইভ ম্যাচ? কোথায় মিলবে বিনামূল্যে অনলাইনে ম্যাচ দেখার সুযোগ
(Photo Credits: Getty Images)

India U19 vs Australia U19-আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের (ICC Under-19 Cricket World Cup 2020) প্রথম কোয়ার্টার ফাইনালে আজ অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হচ্ছে ভারত (India)। ভারত বিশ্বকাপ জেতার অন্যদম দাবিদার। গ্রুপে শীর্ষে থেকেই সুপার লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা? ক্রিকেট ভক্তরা যদি ভারত বনাম অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চান তবে নীচের প্রতিবেদনটি পড়ে ফেলুন।

কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ভারতীয় দল শ্রীলঙ্কাকে ৯০ রানে, জাপানকে ১০ উইকেটে ও নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে। অন্যদিকে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে অস্ট্রেলিয়া। আরও পড়ুন: IPL 2020: আহমেদাবাদে নয়, ওয়াংখেড়েতেই হচ্ছে আইপিএল ফাইনাল

কবে রয়েছে ম্যাচ

ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল হবে আজ ২৮ জানুয়ারি।

কোথায় হবে ম্যাচ

জেবি ওভাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে খেলা শুরু।

সরাসরি ম্যাচ দেখবেন কোন চ্যানেলে?

আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে তাঁদের যেকোনো ভাষার চ্যানেলেই দেখা যাবে লাইভ ম্যাচ। যাদের মধ্যে রয়েছে স্টার স্পোর্টস ৩। এছাড়া স্টার স্পোর্টস ১ বাংলা, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কানাড়া, স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস হিন্দি ১/এইচডি-তে। এছাড়াও ডি ডি স্পোর্টস-এ দেখা যাবে লাইভ ম্যাচ।

অনলাইনে বিনামূল্যে কোথায় মিলবে লাইভ আপডেট?

আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে অনলাইনে বিনামূল্যে এই ম্যাচের লাইভ আপডেট দেখতে পারেন 'হটস্টার'-এ।