২০২২ শেষ হতে না হতেই ব্যস্ত সূচির জন্য প্রস্তুত ভারতীয় দল। ২০২৩- একদিবসীয় বিশ্বকাপ ছাড়াও শ্রীলঙ্কা (Sri Lanka), নিউজিল্যান্ড (New Zealand) ও অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এছাড়া ২০২৩-এর আইপিএল-এও ভারতীয় ক্রিকেটাররা অংশ নেবেন। এরপর এশিয়া কাপ ও আইসিসি টেস্ট ক্রিকেট বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেও অংশ নেবেন ভারতীয় ক্রিকেটাররা। ২০২২ সালে বাংলাদেশ সফর দিয়েই শেষ হবে ভারতের ক্রিকেট সফর। তবে গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট নিয়ে বেশ কিছু ব্যস্ত মাস কাটবে ভারত। বাংলাদেশ সফর শেষ হওয়ার পর জানুয়ারিতে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। ৩ ম্যাচের টি-২০ ও একদিবসীয় সিরিজে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজটি তৃতীয় জানুয়ারি শুরু এবং সিরিজটি ১৫ জানুয়ারি শেষ হবে। India-Sri Lanka ODI series: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও T20 সিরিজের দল ঘোষণা BCCI-এর
৩ দিনের বিরতির পর নিউজিল্যান্ডকে স্বাগত জানাবে ভারত। শ্রীলঙ্কা সফরের মতোই ৩ ম্যাচের টি-২০ ও একদিনের সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সফর শেষ হবে ১লা ফেব্রুয়ারি। ৮ দিন বিরতির পর দীর্ঘ সিরিজের জন্য শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সফরটি ৪ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এবং ২৪ মার্চ ৩ ম্যাচের একদিবসীয় সিরিজ দিয়ে শেষ হবে। এত কড়া সূচি থাকায় ভারতীয় ক্রিকেটারদের আবার এপ্রিল থেকে নিজেকে তৈরি করতে হবে। ২০২৩ সালের আইপিএল শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। প্রায় আড়াই মাস চলার পর আইপিএল শেষ হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত প্রবেশ করলে জুনের প্রথম সপ্তাহে খেলতে হবে সেটিও। ২০২৩ এশিয়া কাপে অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত বিরতি পাবেন ক্রিকেটাররা। আয়োজক দেশ এখনও চূড়ান্ত না হলেও পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরশাহি নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ শেষ হলেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে 'ভারতে। একদিবসীয় বিশ্বকাপ শুরু হবে ১০ অক্টোবর এবং শেষ হবে ২৬ নভেম্বর।
??????? ????????
Team #India has a very busy 2023, including the #ODIWorldCup on home grounds #IndianCricketTeam #BCCI #ODIs #IPL pic.twitter.com/X4PBQdOk5i
— IANS (@ians_india) December 27, 2022