নয়াদিল্লি: মঙ্গলবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে (against) শুরু হতে চলা ভারতের (Team India) তিনটি ওয়ানডে (three-match ODI series) ও টি২০ ম্যাচের (three-match T20I series )দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা তিনটি একদিনের ম্যাচের সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্বে দলে রয়েছেন সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, কে এল রাহুল (উইকেট কিপার), ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং। আরও পড়ুন: KL Rahul: বিয়ে করছেন, তাই লঙ্কা সিরিজে নেই লোকেশ রাহুল
আর তিনটি টি২০ ম্যাচের সিরিজে দলে রয়েছেন- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার) রুতুরাজ গাইকোয়াড়, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি ও মুকেশ কুমার। আরও পড়ুন: Anrich Nortje Knocked Down By Spider-cam: স্পাইডার ক্যামে-র ধাক্কায় মাঠে পড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যানরিচ নর্টজে (দেখুন ভিডিও)
#TeamIndia squad for three-match ODI series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/XlilZYQWX2
— BCCI (@BCCI) December 27, 2022
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022