আজ ৩০ ডিসেম্বর ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এক দিন আগেই প্রথম ম্যাচে হারের পর মুম্বই সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে উইমেন ইন ব্লু। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। একমাত্র টেস্ট হেরে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৮২ রানের টার্গেট দিয়েছিল ভারত। তবে ৪৬.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এলিস পেরি (Ellyse Perry), ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield) ও তাহলিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath) রান করেন। ভারতের হয়ে জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues) ও পূজা বস্ত্রাকার (Pooja Vastrakar) ব্যাট হাতে ঝড় তোলেন। IND W vs AUS W, 1st ODI Result: প্রথম ওয়ানডেতেই ৬ উইকেটে হার ভারতের, সিরিজে এগিয়ে অজি মহিলারা
Our @AusWomenCricket team are hunting an ODI series win in Mumbai tonight!#INDvAUS pic.twitter.com/LiZQrwBTfM
— Cricket Australia (@CricketAus) December 30, 2023
অস্ট্রেলিয়া মহিলা দল: ফিবি লিচফিল্ড, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক/অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, আলানা রাজা, কিম গার্থ, মেগান স্কট, জেস জোনাসেন, হিদার গ্রাহাম, ডার্সি ব্রাউন।
ভারতীয় মহিলা দল: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা বস্ত্রকার, রেণুকা ঠাকুর সিং, শ্রেয়ানকা পাতিল, আমনজোত কৌর, মান্নাত কাশ্যপ, রিচা ঘোষ, সাইকা ইসহাক, তিতাস সাধু।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে?
৩০ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে?
ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে দেখবেন
সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে
সরাসরি অনলাইনে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় ওয়ানডে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।