India National Cricket Team vs West Indies National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১১ অক্টোবর ম্যাচের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে IND বনাম WI। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। গতকাল, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দিল্লির ফ্ল্যাট পিচে সাবলীলভাবে ব্যাটিং করেন ভারতীয় তারকারা। যেখানে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২৫৩ বলে ১৭৩ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া সাই সুদর্শন (Sai Sudharsan) ১৬৫ বলে ৮৭ রান করে আউট হন। দিনের শেষে ভারতের স্কোর-৩১৮/২। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই নেন জোমেল ওয়ারিকান (Jomel Warrican)। IND vs WI 2nd Test Day 1 Scorecard: ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যশস্বী জয়সওয়াল, প্রথম দিনেই ভারতের স্কোর-৩১৮/২
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ
When you win your first toss in 7️⃣ Tests as #TeamIndia captain and the team enjoys it 🪙 😉#INDvWI | @IDFCFIRSTBank | @ShubmanGill pic.twitter.com/YF6CM8DDK5
— BCCI (@BCCI) October 10, 2025
ভারতের স্কোয়াডঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, এন জগদিশন, অক্ষর প্যাটেল, দেবদত্ত পাডিকল, প্রসিদ্ধ কৃষ্ণা।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ জন ক্যাম্পবেল, টেগেনারিন চন্দরপল, অ্যালিক আথানাজে, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, খারি পিয়ের, জোমেল ওয়ারিকান, জোহান লেইন, জেডেন সিলস, জেডিয়া ব্লেডস, কেভলন অ্যান্ডারসন, অ্যান্ডারসন ফিলিপ, তেভিন ইমল্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে Jio Hotstar অ্যাপে।