ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মার শতকে ডোমিনিকার উইন্ডসর পার্কে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো লিড নিতে সক্ষম হয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ১৫০ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনে ১১৩ ওভারে ২ উইকেটে ৩১২ রান তোলে। জয়সওয়াল ও রোহিতের রেকর্ড ভাঙা ওপেনিং পার্টনারশিপের সুবাদে সফরকারীরা তাদের লিড ১৬২ রানে উন্নীত করেছে। সিরিজের দ্বিতীয় দিনে জয়সওয়াল (১৪৩*) ও বিরাট কোহলির (৩৬*) করে ক্রিজে দাঁড়িয়ে। তার আগে অধিনায়ক রোহিত ১০৩ রান করে ও শুভমান গিলকে ৬ রানে হারায় টিম ইন্ডিয়া। এর আগে রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট ও রবীন্দ্র জাদেজা ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৯৯ বলে ৪৭ রান করেন অ্যালিক আথানাজ। Virat Kohli Record, IND vs WI: বীরেন্দ্র শেহওয়াগকে টপকে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ রান বিরাট কোহলির
A special Debut ✨
A special century 💯
A special reception in the dressing room 🤗
A special mention by Yashasvi Jaiswal 👌🏻
A special pat on the back at the end of it all 👏🏻#TeamIndia | #WIvIND | @ybj_19 pic.twitter.com/yMzLYaJUvR
— BCCI (@BCCI) July 14, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিন?
১৪ জুলাই ডোমিনিকার উইন্ডসর পার্কে (Windsor Park, Dominica) প্রথম টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
কখন থেকে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট?
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শন স্পোর্টস চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে। বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমাতে।