India National Cricket Team vs Pakistan National Cricket Team, Winning Prediction: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই এশিয়া কাপের ভারত এখনও পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই জিতেছে। ওমানের বিপক্ষে খেলায় তারা হিমশিম খেলেও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল ২১ রানে ম্যাচ জিতে যায়। তবে, আগের খেলায় ভারত প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পুরো ব্যাটিং লাইনআপকে কাজে লাগাতে। অন্যদিকে, পাকিস্তান ওমানের বিরুদ্ধে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতলেও ভারতের বিরুদ্ধে সাত উইকেটে হেরেছে তারা। SL vs BAN, Super Four Asia Cup 2025: সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ, একনজরে ভিডিও হাইলাইটস এবং পয়েন্ট টেবিল
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৫
𝐈𝐭’𝐬 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐯𝐬 𝐏𝐚𝐤𝐢𝐬𝐭𝐚𝐧 𝐚𝐠𝐚𝐢𝐧 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟓! 🇮🇳⚔️🇵🇰
The rivalry intensifies as both sides eye supremacy in this blockbuster contest. 🔥
Who takes the upper hand this time? 👊#INDvsPAK #AsiaCup2025 #Cricket #Sportskeeda pic.twitter.com/dPX4tHm8aY
— Sportskeeda (@Sportskeeda) September 21, 2025
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচের হেড টু হেডঃ
টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। এই ১৪টি ম্যাচে ভারত জিতেছে ১১বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার।
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পিচ ব্যালেন্সড, যেখানে ব্যাট এবং বলের সমান সুযোগ রয়েছে। পেসাররা প্রথম দিকে কিছু সাহায্য পান অন্যদিকে, স্পিনাররা ম্যাচ এগানোর সাথে সুযোগ পায়, যখন পিচ কিছুটা স্লো হয়ে যায়। পেসাররা এখানে প্রায় ৬৪% উইকেট পায়। এই পিচে রান তাড়া করা দলগুলোর জয়ের হার ৫৯%। আলোর নীচে বাড়তি সুবিধা, পুরনো রেকর্ড এবং সব ফ্যাক্টরগুলি মাথায় রেখে যে পক্ষ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে তারা বাড়তি সুবিধা পাবে।
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:১৪০-১৫৫ রান
দ্বিতীয় ইনিংস:১৫০-১৬০ রান
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর, এশিয়া কাপ ম্যাচে আমাদের Winning Prediction
ভারত এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। যদিও ভারত প্রায় ৬ মাস আন্তর্জাতিক টি২০ থেকে দূরে থাকলেও, ফিরে এসে এই টুর্নামেন্টে এখনও অপরাজেয়। তাদের দলে থাকা তাবড় তারকাদের সামনে অ্যাসোসিয়েট দেশ থেকে পাকিস্তান কেউ রেহাই পায়নি। ব্যাটে এবং বলে নিজেদের সেরা প্রমাণ করেছে ভারত। এছাড়া দুবাইয়ের পিচে বেশ অভ্যস্ত ভারত এখানেই তারা চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জিতেছিল। অন্যদিকে, পাকিস্তান ভারতের বিপক্ষে শেষ ম্যাচে শুরুতে উইকেট খুইয়ে বিপাকে পড়ে। পাকিস্তান গত ম্যাচের ভুল থেকে শিখতে পারলে এবং ভারতের সামনে স্নায়ু ধরে রাখলে ভালো করতে পারবে।
Google বলছে, আজ ভারতের জেতার সম্ভাবনা-৭৯% এবং পাকিস্তানের জেতার সম্ভাবনা-২১%