India National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর ষষ্ঠ টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভারত এশিয়া কাপ ২০২৫ গ্রুপ-পর্বের তাদের অভিযান শুরু করেছে দারুণ ছন্দে। যেখানে আয়োজক সংযুক্ত আরব আমিরাতকে নয় উইকেটে পরাজিত করে তারা। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ২.১ ওভারের অসাধারণ স্পেলে সাত রানে চার উইকেট নিয়ে নিজের সক্ষমতা দেখিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান, সলমন আলী আগার (Salman Ali Agha) নেতৃত্বে, ওমানের বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় পেয়েছে। IND vs PAK, Asia Cup 2025 Dream11 Prediction: ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫
The RIVALRY of all rivalries 🇮🇳🇵🇰
The GREATEST CLASH in cricket 🔥
𝐈𝐍𝐃𝐈𝐀 𝐯𝐬 𝐏𝐀𝐊𝐈𝐒𝐓𝐀𝐍 - tomorrow, 7 PM onwards, LIVE on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 #INDvPAK pic.twitter.com/BGqNeg33It
— Sony Sports Network (@SonySportsNetwk) September 13, 2025
ভারতের স্কোয়াডঃ অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, রিংকু সিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
পাকিস্তানের স্কোয়াডঃ সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সলমন আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, হুসেন তালাত, হাসান আলী, খুশদিল শাহ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা।
এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
১৪ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে Sony Sports 1, Sony Sports 3 (Hindi) এবং Sony Sports 5 চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ
ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে SonyLIV অ্যাপে।