IND vs NZ, CWC Semi-Final 2023 (Photo Credit: Cricflip/ X)

অবশেষে কাটল সেমিফাইনালের অভিশাপ! নিউজিল্যান্ডকে প্রথম সেমিফাইনালে ৭০ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপের প্রতিশোধ অবশেষে নিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। এবার আগামীকাল ইডেনে আয়োজিত অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকার মধ্যে জয়ী দলের অপেক্ষা করবে ম্যান ইন ব্লু। আহমেদাবাদে হবে ফাইনালের শেষ লড়াই। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ৩৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারেই ৩২৭ রানে অলআউট হয়ে যায়। মহম্মদ শামি (Mohammad Shmai) দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট নিয়ে গোটা কিউইদলের আত্মবিশ্বাস ভেঙ্গে দেন। বিশ্বকাপে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন তিনি। বাকী কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজ (Mohammad Siraj) ও যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একটি করে উইকেট নিয়ে খেলা শেষ করেন। নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল (Daryl Mitchell) একা লড়াই চালিয়ে যান এবং সেঞ্চুরি হাঁকিয়েছেন। Virat Kohli 50th Century: ক্রিকেটের ঈশ্বরকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে ৫০টি শতকের মালিক কিং কোহলি

এছাড়া মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি (Virat Kohli) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শতরানের সুবাদে ৪ উইকেটে ৩৯৭ রান তোলে ভারত। যেখানে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০টি শতরানের নজির গড়লেন কোহলি। শ্রেয়স মাত্র ৬৭ বলে শতরান করে দলকে বিশ্বকাপ ফাইনালের পথ পরিষ্কার করে দেন। এদিকে, টিম সাউদি (Tim Southee) নিজে অবাঞ্ছিত শতরান করেন। বোলিংয়ে তিন উইকেট দিয়ে ১০০ রান করেন তিনি। ৭৯ রানে পেশীতে টানের কারণে শুভমন গিল ফিরে গেলেও ফের শেষ ওভারে আবার আসেন ব্যাট করতে এবং ৮০ রান করেন। টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ব্যাটে ভর করে শুরুটা ভালোই করে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড একই দল নিয়ে মাঠে নামে।