IND vs BAN 1st Test 2019: ইন্দোরে আগামীকাল প্রথম টেস্টে মুখোমুখি ভারত-বাংলাদেশ
অনুশীলনে বিরাট কোহলি ও অন্যরা (Photo Credits: IANS)

ইন্দোর, ১৩ নভেম্বর: আগামীকাল ইন্দোরে (Indore) সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের (bangladesh) মুখোমুখিু হচ্ছে ভারত (india)। ৩ টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর জয়ের ধারা বজায় রাখতে চাইছে বিরাট কোহলিরা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) প্রথম ৫টি টেস্টে ইতিমধ্যেই জয় পেয়েছে ভারত। টেস্ট এক নম্বর দলের মতোই খেলেছে কোহলিরা। ২৪০ পয়েন্ট নিয়ে এখনও তারা শীর্ষে রয়েছে। ভারতের বিরুদ্ধে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। আর এই প্রথম টেস্ট থেকে নতুন ওপেনিং জুটি দেখবে ক্রিকেট ভক্তরা। ওপেন করতে নামবেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ টেস্টে রোহিত ও মায়াঙ্ক জুটি ৮২৯ রান করেছে।

এদিকে খানিক বিরতি নিয়ে দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। যিনি বাংলাদেশের বিরুদ্ধে অতীতে জ্বলে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ডবল সেঞ্চুরি করেছেন। তাই বাংলাদেশের বিরুদ্ধে তাঁ ব্যাট জ্বলে উঠবে বলে মনে করছেন ভক্তরা। ভালো ফর্মে রয়েছেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। তাই বাংলাদেশের বোলার কাছে রাস্তা সহজ হবে না। অন্যদিকে এবারেও রিষভ পন্থের বদলে ঋদ্ধিমান সাহার উপরেই দল ভরসা রাখবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: India vs Bangladesh Day-Night Test 2019: ইডেনে দিন-রাতের টেস্ট কখন শুরু হবে? টিকিটের চাহিদা কেমন? জানতে ক্লিক করুন

এদিকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অভিজ্ঞতা ছাড়াই ভারত সফরে এসেছে বাংলাদেশ। দুটি টেস্ট দলের তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করে নেোয়ার সুযোগ পাবে তারা। টি-২০সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে দলের বাকি সদস্যরা অনুপ্রেরণা পেতে পারেন। গত বছর মোমিনুল ৪টি সেঞ্চুরিসহ ১৫ ইনিংসে ৬৭৩ রান করেছেন বাংলাদেশের হয়ে। এছাড়া দলের অভিজ্ঞ সদস্য মুশফিকুর রহিমের কাঁধে বড় দায়িত্ব থাকবে।

একনজরে দু'দল:

ভারত: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, মুহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।

বাংলাদেশ: মুমিনুল হক (ক্যাপ্টেন), আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, শাদমান ইসলাম, সইফ হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মুহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নইম হাসান, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ।