IND vs AUS 4th Test: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, ব্রিসবেনে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন পেসার নবদীপ সাইনি
Navdeep Saini (Photo Credits: BCCI)

ফের ধাক্কা ভারতীয় শিবিরে। এবার চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের পেসার নবদীপ সাইনি (Navdeep Saini )। শুক্রবার ব্রিসবেনে বল করার সময় কুঁচকিতে চোট (Groin Pain) পান তিনি। স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে সাইনিকে। ২৮ বছরের সাইনি তখন নিজের অষ্টম ওভার করছিলেন। পঞ্চম বলটি করার সময় কুঁচকিতে চোট পান তিনি। ওই বলটিতেই উইকেট পেতে পারতেন। তাঁর বল মার্নাস লাবুশানের ব্যাটে লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু রাহানে সেই ক্যাচ নিতে পারেননি। সাইনির ওভারে বাকি ছিল ১ বল। সেই ওভার শেষ করেন রোহিত শর্মা। চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মাঠে ফিরে এসেছিলেন সাইনি। কিন্তু ফের মাঠ ছাড়েন তিনি।

বিসিসিআই-র (BCCI) তরফে জানানো হয়েছে, কুঁচকিতে যন্ত্রণা রয়েছে বলে জানিয়েছেন সাইনি। দলের মেডিকেল স্টাফরা পরীক্ষা করেছেন। পরে তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: Andy Murray Tests Positive For Coronavirus: করোনাভাইরাসে আক্রান্ত হলেন টেনিস তারকা অ্যান্ডি মারে

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পর থেকেই চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দল। ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমারের পর চোটের তালিকায় নাম লিখিয়েছেন উমেশ যাদব, মহম্মদ শামি, কেএল রাহুল, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মায়াঙ্ক আগারওয়াল। আজ সেই তালিকায় নাম লেখালেন নবদীপ সাইনি।