আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে মাত্র এক উইকেট খুইয়েছে ভারত। ২৩৫ বলে ১২৮ রানে শুভমন নাথান লায়ানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। বিরাট তাঁর অর্ধশতরানের সঙ্গে টেস্টে তাঁর ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। আজ সকালে ৫৯ রানে বিরাট এবং ১৬ রানে জাদেজা ব্যাটিং করতে নামবেন। বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার লক্ষ্য হবে আরও একটি বড় পার্টনারশিপ করার। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও শুভমন গিল। সেশনের শেষ ওভারে মারফির বলে আউট হন পূজারা। তৃতীয় দিনের প্রথম সেশনে রোহিত শর্মাকে ৩৫ রানে আউট করেন ম্যাথু কুহনেম্যান। দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেটের সুবাদে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
All class, all timing!@ImRo45 pierces the gap and is rewarded with his first boundary! 🔥
Tune-in to LIVE action in the Mastercard #INDvAUS Test on Star Sports & Disney+Hotstar! #BelieveInBlue #TestByFire #Cricket pic.twitter.com/RdR8edckjf
— Star Sports (@StarSportsIndia) March 10, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট চতুর্থ দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
১২ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট চতুর্থ দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট চতুর্থ দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)