আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। প্রথম দিন টসে জিতে ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। হেড রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলেও দলকে ভাল শুরু এনে দিতে সাহায্য করেন। হেডের উইকেটের পর মার্নাস লাবুশেন কোনো প্রভাব ফেলতে পারেননি এবং আউট হয়ে যান। এরপর খোয়াজাকে নিয়ে স্মিথ একটি স্থায়ী জুটি গড়েন, কিন্তু রবীন্দ্র জাদেজার কাছে উইকেট হারান অধিনায়ক। পিটার হ্যান্ডসকম্বের ব্যাটিং সহজ মনে হলেও মোহাম্মদ শামির বলে আউট হন। ক্যামেরন গ্রিন খোয়াজার সঙ্গে ভালো জুটি গড়ে অস্ট্রেলিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। প্রথম দিনে ৪ উইকেটে ২৫৫ রান তোলে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা ১০৪ রান করে অপরাজিত থেকে ক্যামেরন গ্রিনে ৪৯ রানের সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
We’re looking forward to 🎇🎇 on Day 2 of
this #TestByFire 🔥, aren’t you?
Tune-in to the 4th Mastercard#INDvAUS Test
Today | 9 AM onwards | Star Sports
Network & Disney+Hotstar.#Cricket #BelieveInBlue pic.twitter.com/mak993ypIr— Star Sports (@StarSportsIndia) March 10, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
১০ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)