আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর ইন্দোরে তৃতীয় টেস্টে ফেভারিট হিসেবে খেলতে নামে আয়োজকরা। তবে র্যাঙ্ক টার্নারের জালে জড়িয়ে যায় ভারত, যার ফলস্বরূপ দুই দিনের সামান্য ব্যবধানে নয় উইকেটের ব্যবধানে ভারতকে টেস্ট ম্যাচ হারায় অজিরা। ইন্দোরে জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী জুনে ওভালে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে আহমেদাবাদের টেস্ট জিততে হবে ভারতকে। চতুর্থ টেস্টে জিততে না পারলেও নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারালেই ডব্লিউটিসি-র ফাইনালে যেতে পারবে ভারত।
Will the #MenInBlue rise to the occasion and halt the blitz of #SteveSmith? Or will they be swept by his brilliance at the crease?🥵
Tune in to the 4th Mastercard #INDvAUS Test
Thursday | 8:30 AM onwards | Star Sports Network & Disney+Hotstar#BelieveInBlue #TestByFire #Cricket pic.twitter.com/dkhOUG81EH— Star Sports (@StarSportsIndia) March 8, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট প্রথম দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট প্রথম দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট প্রথম দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)