টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ভারতের বিপক্ষে ইন্দোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়া খেলা নিজের হাতের মুঠোয় রাখে। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার দলকে ১৬৩ রানে গুটিয়ে দেয় সফরকারীরা। চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার এখন জয়ের জন্য দরকার ৭৬ রান। নাথান লায়ন ২৩.৩ ওভার বোলিং করে আট উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও টড মারফি। চেতেশ্বর পূজারা ৫৯ রান করে স্টিভ স্মিথের হাতে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। উসমান খোয়াজা ২৭ বলে ২৬ রান করা শ্রেয়স আইয়ারকে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফেরত পাঠান। প্রথম সেশনে উমেশ যাদব ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে গুটিয়ে দেন। তবে ৮৮ রানের লিড নেয় সফরকারীরা। ক্যামেরন গ্রিন ও পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। ১৯ রানে হ্যান্ডসকম্বকে আউট করেন অশ্বিন। এরপর উমেশ প্রথম ওভারেই গ্রিনকে ২১ রানে আউট করার পরে মিচেল স্টার্ককে আউট করেন। প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ভারত।
.@DeepDasgupta7 talks about the positives #TeamIndia can take away & stellar performances from Day 2. 👌
Will 🇮🇳 do the unthinkable?
Tune-in to #Mastercard #CricketLive
Today | 9:00 AM onwards | Star Sports & Disney+Hotstar#INDvAUS #BelieveInBlue #TestByFire #Cricket pic.twitter.com/EpA2xb8sng— Star Sports (@StarSportsIndia) March 3, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
৩-য় মার্চ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)