টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। প্রথম দিনের শেষে উসমান খোয়াজার ৬০ রানের ইনিংসে ভর করে ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রান তুলেছে। ১০৯ রানে ভারতকে অলআউট করার পর ৪৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশানেকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন খোয়াজা, যা সিরিজের কোনো অস্ট্রেলীয় জুটির সর্বোচ্চ। এদিকে, এ দিন অস্ট্রেলিয়ার যে চারটি উইকেট পড়েছিল, তার সবকটিই তুলে নেন জাদেজা। কাল সকালে ক্যামেরন গ্রিন ৬ রান ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রান দিয়ে ইনিংস শুরু করবেন। অজি বোলারদের মধ্যে ম্যাট কুহনেম্যান ছিলেন অসাধারণ। সিনিয়র স্পিনার নাথান লায়ন তিন উইকেট তুলে নেন। বিরাট কোহলি ২২ রান করে টড মারফির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
#UmeshYadav will be in hunting mode against the mighty #Aussies in pursuit of his milestone. 🥵
Tune-in to the 3rd Mastercard #INDvAUS Test
Today | 9:00 AM onwards | Star Sports Network & Disney+Hotstar.#Cricket #BelieveInBlue #TestByFire pic.twitter.com/db7GqOGUp3
— Star Sports (@StarSportsIndia) March 2, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
২-য় মার্চ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)