ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজের তৃতীয় টেস্ট জিততে মরিয়া অস্ট্রেলিয়া। নাগপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে পরাজিত হয়। রবীন্দ্র জাদেজা সাত উইকেট এবং ৭০ রানের অবদানে ম্যাচসেরা হয়েছেন। এদিকে, দ্বিতীয় টেস্টে নয়াদিল্লিতে ভারত ছয় উইকেটে জয়ী হয়। জাদেজা আরও একবার প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সেখানে তিনি দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটসহ মোট ১০ উইকেট লাভ করেন। আসন্ন ম্যাচে আবারও অজি ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি। এছাড়া অনেক ভক্তই আশা করছেন লোকেশ রাহুলের জায়গায় ওপেনার হিসেবে শুভমন গিলকে নেওয়ার ব্যাপারে। এদিকে, নতুন অধিনায়ক স্মিথ আশা করছেন, অস্ট্রেলিয়াও যেন ঘুরে দাঁড়াতে পারে এবং আরও ভালো লড়াই করতে পারে।
The challenge is not over yet! 💪#TeamIndia will go up against #Australia in this 3rd #TestByFire! 🔥
Get, set, cheer!
Tune-in to the 3rd Mastercard #INDvAUS Test
Today | 8:30 AM onwards | Star Sports Network & Disney+Hotstar.#BelieveInBlue pic.twitter.com/1GLxilY1ok
— Star Sports (@StarSportsIndia) March 1, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট প্রথম দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
১লা মার্চ দিল্লির ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট প্রথম দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)