IND A vs SA A 2nd Unofficial Test: ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ (IND A vs SA A) দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট আজ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুর বিএসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত হবে। এই টেস্টে কিছু বড় নাম থাকবেন। ভারত এ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) প্রথম ম্যাচের পর এখন দ্বিতীয় ম্যাচে খেলেও নিজেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করতে চাইবেন। এছাড়া দলে ফিরবেন কেএল রাহুল (KL Rahul), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আকাশ দীপও (Akash Deep) চোট থেকে সেরে উঠে আবার ছন্দে ফিরতে এই টেস্টে খেলতে চলেছেন। অন্যদিকে, প্রোটিয়াদের জন্য বড় খবর তাদের অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) চোট সারিয়ে ফিরতে চলেছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর আবার মাঠে ফিরবেন তিনি। IND A vs SA A 1st Unofficial Test Scorecard: ঋষভ পন্থের ঝড়ো ইনিংস, তনুশ কোটিয়ানের ৮ উইকেটে মিলল জয়, একনজরে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ স্কোরকার্ড
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট
Temba Bavuma has arrived in India for the second multi-day match against India A. 🏆#Cricket #Temba #SA #Sportskeeda pic.twitter.com/Co6NxTY8pN
— Sportskeeda (@Sportskeeda) November 1, 2025
ভারত 'এ' স্কোয়াডঃ কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, রুতুরাজ গায়কোয়াড়, ঋষভ পন্থ (অধিনায়ক), ধ্রুব জুরেল, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, আকাশ দীপ, গুরনুর ব্রার, মানব সুথার, দেবদত্ত পাডিকল।
দক্ষিণ আফ্রিকা 'এ' স্কোয়াডঃ জর্ডান হারমান, লেসেগো সেনোকওয়ানে, টেম্বা বাভুমা (অধিনায়ক), জুবায়ের হামজা, মার্কেস একারম্যান, রুবিন হারমান, রিভালদো মুনসামি (উইকেটরক্ষক), তিয়ান ভ্যান ভুরেন, প্রেনেলান সুব্রয়েন, শেপো মোরেকি, লুথো সিপামলা, ওকুহলে সেলে, জেসন স্মিথ, কাইল সিমন্ডস, সেপো এনডওয়ান্ডওয়া, মিহলালি এমপোংওয়ানা, কোডি ইউসুফ।
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ?
৬ নভেম্বর বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড 1 (BCCI Centre of Excellence Ground 1, Bengaluru) আয়োজিত হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ?
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
ভারতে কোথায় দেখবেন ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ?
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে JioHotstar অ্যাপে।