শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women’s T20 World Cup) অষ্টম আসর। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৯ সালে ইংল্যান্ডে। টুর্নামেন্টের ফরম্যাট রাউন্ড-রবিন পর্বের পর ১০টি দল নিয়ে মোট ২৩টি ম্যাচে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দক্ষিণ আফ্রিকাসহ মোট ১০টি দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশ নেবে। গতকালের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ৬ উইকেটে হারায় ভারত এবং আয়ারল্যান্দকে ৭০ রানে হারিয়ে বিশাল জয় লাভ করে পাকিস্তান।
দেখে নিন আজকের ম্যাচের সূচী
MATCH DAY
ICC Women's T20 World Cup 2023
11th Match, Group A
Sri Lanka (W) vs Australia (W)
🏟️: Gqeberha
🕜: 6:30 PM IST#T20WorldCup #SLvAUS #SriLanka #Australia pic.twitter.com/Yvt2hofeRg— Square Sports Cricket (@squarescricket) February 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের সপ্তম দিনের খেলা?
জিকেবেরহার সেন্ট জর্জেস পার্কে (St George's Park, Gqeberha) শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে মহিলা টি-২০ বিশ্বকাপের সপ্তম দিনের খেলা?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।