ICC Test Rankings: রূপকথার ইনিংস খেলে বেন স্টোকস দু নম্বরে, প্রথম দশে ঢুকে পড়লেন জশপ্রীত বুমরা
বুমরা।বেন স্টোকস। রাহানে। (Photo Credits: Twitter)

 দুবাই, ২৭ অগাস্ট: ICC Test Rankings: হৈ হৈ করে চলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC Test Championship)। ইংল্যান্ডে চলছে ঐতিহ্যের অ্য়াসেজ টেস্ট (Ashes Test) , ওয়েস্ট ইন্ডিজে খেলছেন বিরাট কোহলিরা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলছে নিউ জিল্যান্ড। এমন সময় সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট Ranking-বড় বদল হল। হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য অপরাজিত ১৩৫ রানের ইনিংসে খেলে ইংল্যান্ডকে জেতানো বেন স্টোকস অনেকটা ওপরে উঠে এলেন। সাকিব আল হাসানদের টপকে টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় বেন স্টোকস দু নম্বরে উঠে এলেন।

অন্যদিকে, অ্য়ান্টিগায় দুরন্ত স্পেল করে বোলারদের তালিকায় সাত নম্বরে উঠে এলেন জশপ্রীত বুমরা। সেঞ্চুরি সহ অ্য়ান্টিগায় দারুণ খেলে আজিঙ্কা রাহানে ব্যাটসম্য়ানদের তালিকায় ৯ নম্বরে উঠে এলেন। বিরাট কোহলি (৯১০ পয়েন্ট) শীর্ষ স্থান ধরে রাখলেন। তবে দু নম্বরে থাকা স্টিভ স্মিথের সঙ্গে কোহলির পয়েন্ট ফারাক মাত্র ৬। চেতেশ্বর পূজারা তিন নম্বরে থাকলেন।

এক নজরে আইসিসি টেস্ট Rankings (ব্যাটিং) -

এক নজরে আইসিসি টেস্ট Rankings (বোলিং) -

 

বুমরা ছাড়াও বোলারদের তালিকায় প্রথমে দশে আছেন রবীন্দ্র জাদেজা। দল থেকে বাদ পড়া অশ্বিন ১৩ নম্বরে নেমে গেলেন। টেস্টে এক নম্বর বোলার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দু ধাপ এগিয়ে কিউই পেসার ট্রেন্ট বোল্ট পাঁচ নম্বরে।