Harshit Rana. (Photo Credits: X)

কলকাতা নাইট রাইডার্সের দিল্লির পেসার হর্ষিত রানা  (Harshit Rana)-কে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রাখা হয়েছে। তবে ক্যাঙারুর দেশে জীবনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সফরে খেলতে যাওয়ার আগে গৌতম গম্ভীরের পছন্দের দিল্লির পেসার রোহিত শর্মার সংসারে জায়গা করে নিলেন।  আইপিএল ২০২৪-এ কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য নায়ক হর্ষিত রানা-কে অজি সফরের আগেই রোহিত শর্মাদের সংসারে জায়গা দেওয়ার ব্যবস্থা করলেন কোচ গম্ভীর। গত আইপিএলে নিজের রাজ্যের ছেলে হর্ষিত-কে দেখে দারুণ পছন্দ হয় গম্ভীরের। ভারতীয় দলে কোচ হওয়ার পর থেকেই গম্ভীর চেয়েছিলেন হর্ষিতকে সুযোগ দিতে। কোচের ইচ্ছাতেই অজি সফরে যাচ্ছেন কেকেআর-এর পেসার। আর তার আগে মুম্বই থেকে রোহিতদের সংসারে ঢুকে পড়ছেন তিনি।

মুম্বই টেস্টে হর্ষিতকে প্রথম একাদশে রাখা হতে পারে জল্পনা চলছে।

পুণে টেস্টে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল ওয়াংশিংটন সুন্দর-কে। মহম্মদ সিরাজের জায়গায় পুণেত খেলার সুযোগ পেয়ে চমকপ্রদ পারফরম্যান্স করেন সুন্দর।

হর্ষিত ঘরোয়া  ক্রিকেটে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে প্রথমবার ভারতের টেস্ট দলে জায়গা পেলেন কেকেআর-এর পেসার। আগামী বৃহস্পতিবার থেকে মুম্বই শুরু হতে চলা ভারত-নিউ জিল্যান্ড টেস্টে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে হর্ষিতকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল। টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে তিনজন স্পেশালিস্ট পেসার আছেন-জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশদীপ রয়েছেন।

মুম্বই টেস্টে স্কোয়াডে হর্ষিত রানা

পুণেতে সিরাজকে বাদ দিয়ে আকাশদীপকে রেখে দল সাজিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে আকাশদীপ মাত্র ৬ ওভার বল করেছিলেন।