হরভজন সিং (Photo Credits: Getty Images)

সারা বিশ্বে করোনাভাইরাসের (Coronaviru) সংক্রণের জন্য চিনকে (China) সরাসরি দায়ি করলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)৷ টুইটারে তাঁর সরাসরি অভিযোগ, "এটাই ওদের প্ল্যান ছিল, করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে দাও৷ সবাই ভুগতে থাকলে খুশি হয়ে বসে থাকো এবং সারা বিশ্বের জন্য পিপিই (PPE) কিটস, মাস্ক (Mask) ইত্যাদি বিক্রি করে দেশের অর্থনীতি শক্তিশালী করে তোলো।" ২৮ মে পর্যন্ত চিনে নতুন করে কারও শরীরে করোনা সংক্রমণ হয়নি, এই খবর রিটুইট করে ভাজ্জি লিখেছেন, চিন ক্ষমতার জন্য ক্ষুধার্ত।

বিশ্বকে করোনা সংকটের মুখে ঠেলে দেওয়ার জন্য এর আগেও সরাসরি চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেছিলেন, চিনের সদিচ্ছা থাকলে করোনাভাইরাসকে উহানয়ের মধ্যেই আটকে রাখা যেত। তবে তা না করে প্রাথমিক স্তরে হুইসলব্লোয়ারদের কণ্ঠরোধ করেছে জিনপিং সরকার। প্রাথমিক তথ্য বেজিং লুকানোর ফলেই আজ বিশ্বকে এর মাসুল দিতে হচ্ছে বলে তোপ দেগেছিলেন তিনি। গতকালই একটি টুইটে তোপ দেগেছেন চিনের দিকে। সেখানে ট্রাম্প লিখেছেন, "চিনের একটি জঘন্য উপহার করোনাভাইরাস। বিশ্বজুড়ে এর দাপাদাপি অব্যহত। খুবই খারাপ।" আরও পড়ুন: Donald Trump: ‘চিনের সঙ্গে চলমান সীমান্ত সমস্যার জন্য নরেন্দ্র মোদির মন ভাল নেই’ বললেন ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসের জন্য এর আগে চিনকে তুলোধনা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, "আমি বুঝতে পারি না, কেন আপনারা (চিন) বাদুড়, বাদুড়ের রক্ত, প্রস্রাব খান এবং গোটা বিশ্বে ভাইরাস ছড়িয়ে দেন? আমি চিনাদের কথা বলছি৷ বিশ্বকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে এই দেশটা৷ আমি বুঝতে পারি না, কী ভাবে বাদুড়, কুকুর ও বেড়াল খান আপনারা? আমি প্রচণ্ড ক্ষুব্ধ৷"