Gautam Gambhir and Shahid Afridi (Photo Credits: PTI)

তাঁদের সম্পর্ক আদায়-কাঁচকলায় হলেও পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) দ্রুত আরোগ্য কামনা করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গতকালই আফ্রিদি জানান, তিনি করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। মাঠের পর মাঠের বাইরেও মাঝে মাঝেই আফ্রিদি ও গম্ভীর বিতণ্ডায় জড়ান। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আলটপকা কথা বলার জন্য আফ্রিদিকে একহাত নিয়েছিলেন গম্ভীর। কিন্তু মানুষের শরীরের আগে প্রাধান্য পেতে পারে না কোনও দন্দ্ব, মতভেদ। আফ্রিদিকে দ্রুত সুস্থ হওয়ার বার্তা দিয়ে সেই কথাটা যেন আরও একবার প্রমাণ করে দিলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।

একটি অনুষ্ঠানে বিজেপি সাংসদ গম্ভীর বলেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক সেটা তিনি চান না। গম্ভীর বলেন, “এই ভাইরাসে কেউ সংক্রামিত হওয়া উচিত নয়। শাহিদ আফ্রিদির সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। তবে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি সুস্থ হয়ে উঠুন। তবে আফ্রিদির চেয়েও আমি বেশি আমি চাই যাতে আমার দেশে সংক্রামিত প্রতিটি ব্যক্তি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক।" আরও পড়ুন: Vasant Raiji Death: প্রয়াত হলেন ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রবীণ ক্রিকেটার বসন্ত রাইজি

তিনি আরও বলেন, “আমার দেশের মানুষদের নিয়ে আমাকে চিন্তিত হতে হবে। পাকিস্তান ভারতকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে তবে তাদের প্রথমে নিজেদের দেশে সহায়তা দেওয়া দরকার। তারা সাহায্য করার প্রস্তাব দিয়েছে এবং আমি এর জন্য কৃতজ্ঞ তবে। প্রথমে তাদের সন্ত্রাসবাদ নির্মূল করা দরকার।"