সম্প্রতি ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া গৌতম গম্ভীর (Gautam Gambhir) তার কোচিং স্টাফের অংশ হিসেবে প্রাক্তন ডাচ তারকা রায়ান টেন ডেসকাটকে (Ryan ten Doeschate) চান। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) হাতে। ভারতীয় বোর্ড গম্ভীরের কথায় বাধ্য হয় কিনা তা এখন দেখার বিষয়। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় গম্ভীর নতুন ভূমিকায় অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে এসেছেন। অধিনায়ক হিসেবে ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা এনে দেওয়া এবং অতি সম্প্রতি ২০২৪ সালে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করায় তার নেতৃত্বের দক্ষতা স্পষ্ট। এছাড়া রায়ান টেন কেকেআরে খেলার পাশাপাশি শিরোপা জয়ী ২০২৪ মরসুমে ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব পালন করছিলেন । Gautam Gambhir: রোহিতদের হেড স্যার গৌতম গম্ভীর, ঘোষণা জয় শাহ-র, দায়িত্ব পেয়ে কী বললেন গোতি
According to rumours, Team India's head coach Gautam Gambhir wants Former Netherlands all-rounder Ryan Ten Doeschate to be part of the new coaching staff.#BCCI #GautamGambhir #RyanTenDoeschate #TeamIndia #CricketTwitter pic.twitter.com/3BSsRjmmHh
— InsideSport (@InsideSportIND) July 11, 2024
কিছুদিন আগেই একটি ভাইরাল ভিডিওতে প্রাক্তন ডাচ ক্রিকেটারের প্রশংসা করেছিলেন গম্ভীর। তিনি বলেন, 'আমি যখন নিঃস্বার্থপরতার কথা বলি, আমি আমার ৪২ বছরের কেরিয়ারে এটি কখনও বলিনি। আর আমি এটা বলতে চেয়েছিলাম। আমি যে সর্বকালের সেরা টিম ম্যানের সঙ্গে খেলেছি, সবচেয়ে নিঃস্বার্থ মানুষ, যার জন্য আমি বুলেট নিতে পারি, যাকে আমি সারা জীবন বিশ্বাস করতে পারি।' তিনি আরও বলেন, 'আমি আপনাদের এটা বলতে পারি কারণ ২০১১ সালে, কেকেআর অধিনায়ক হিসাবে আমার প্রথম ম্যাচে, আমাদের মাত্র চারজন বিদেশী (খেলোয়াড়) উপলব্ধ ছিল। আর এই মানুষটির ৫০ ওভারের বিশ্বকাপ ছিল দুর্দান্ত। আর আমরা সেই ম্যাচে মাত্র তিনজন বিদেশি খেলোয়াড় নিয়েই মাঠে নেমেছিলাম। সেই ম্যাচে তিনি খেলতে পারেননি, মুখে কোনও হতাশা ছিল না। তিনি আমাকে নিঃস্বার্থ হতে শিখিয়েছেন। রায়ান টেন ডেসকাট (সিক)।'