Taufeeq Umar Tested Positive for Coronavirus: করোনাভাইরাসে আক্রান্ত হলেন এই প্রাক্তন ক্রিকেটার
প্রাক্তন ক্রিকেটার তৌফিক উমর (Photo Credits: Twitter)

ইসলামাবাদ, ২৪ মে: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার তৌফিক উমর (Taufeeq Umar)। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি। এই প্রথম কোনও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন।

জানা গেছে, হোম কোয়ারান্টিনে রয়েছেন তৌফিক। তাঁর বাড়ির লোকজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। উমর পাকিস্তান টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেন। আরও পড়ুন: Lionel Messi: এক সময় বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন, স্বীকার করলেন লিওনেল মেসি

২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে তৌফিক উমরের অভিষেক হয়। মূলতানে সেই ম্যাচে ১০৪ রানের ইনিংশ খেলেছিলেন তিনি। টেস্ট কেরিয়ারে ৪৪ ম্যাচে ২ হাজার ৯৬৩ রান করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। ব্যাটিং গড় ৩৭.৯৯। ঝুলিতে রয়েছে ৭টি শতক, ১৪টি অর্ধশতক। তবে খুব বেশি একদিনের ম্যাচ খেলেননি তৌফিক। মাত্র ২২ একদিনের ম্যাচে তিনি পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন। রান করেছে মাত্র ৫০৪। তার মধ্যে ৩টে অর্ধশতক।