Cricket Representative Image (Photo Credit: @xpshiscoa/ X)

সাড়ে ১৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার রিজওয়ান জাভেদ (Rizwan Javed)। গত বছরের সেপ্টেম্বরে ইসিবির পক্ষ থেকে (কোড অনুযায়ী দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে মনোনীত কর্মকর্তা) আইসিসি যে আটজন খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিযুক্ত করেছে তাদের মধ্যে রিজওয়ানও রয়েছেন। রিজওয়ান অভিযোগের জবাব দিতে ব্যর্থ হন এবং তাই তাকে অপরাধের জন্য দোষী বলে মনে করা হয় এবং শুনানির অধিকার বাতিল করা হয়। রিজওয়ানকে দোষী সাব্যস্ত করা হয়, ২০২১ আবুধাবি টি-১০ ম্যাচে অনুপযুক্তভাবে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে। এছাড়া দুর্নীতিমূলক আচরণে জড়িত খেলোয়াড়ের বিনিময়ে অন্য প্রতিযোগীকে পুরষ্কার প্রদান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও অংশগ্রহণকারীকে তিনটি পৃথক সময়ে ফিক্সিং করতে প্ররোচিত করা/প্রলুব্ধ করা কিংবা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার মামলাও আরোপ করা হয়েছে। ICC Player of the Month: পোপ-হ্যাজলউডদের টপকে আইসিসির মাসিক সেরা শামার জোসেফ

কোডের অধীনে দুর্নীতিগ্রস্ত আচরণে জড়িত হওয়ার জন্য প্রাপ্ত কোনও পদ্ধতি বা আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ ডিএসিওর কাছে প্রকাশ করতে ব্যর্থ হওয়া ছাড়াও সম্ভাব্য দুর্নীতিগ্রস্ত আচরণের বিষয়ে যে কোনও তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা প্রত্যাখ্যান করার মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিষেধাজ্ঞা রিজওয়ানের আগের উল্লিখিত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে এই অপরাধের জন্য অস্থায়ীভাবে স্থগিত হওয়া থেকেই শুরু হবে। এই প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার ইন্টেগ্রিটি অ্যালেক্স মার্শাল বলেন, 'পেশাদার ক্রিকেটারদের দুর্নীতির চেষ্টার জন্য রিজওয়ান জাভেদকে ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ করা হয়েছে।' এইরকমই দুর্নীতির তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে দুই বছরের নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের আন্তর্জাতিক নাসির হোসেনও রয়েছেন।