England Women National Cricket Team vs India Women National Cricket Team: ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৪ জুলাই মুখোমুখি হবে ENG W বনাম IND W। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৪ রানে জয়ী হয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ১৮১ রান করে। যেখানে জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ৪১ বলে ৬৩ রানের এবং অমনজিত কৌর (Amanjot Kaur) ৪০ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানে আটকে যায়। ভারতের হয়ে শ্রীচরণী (Shree Charani) দুটি উইকেট তুলে ২৪ রানে দলের জয় নিশ্চিত করেন। ENG W vs IND W 3rd T20I Dream11 Prediction: ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ ২০২৫
Match Day in London and an opportunity to seal the series 🙌
Gearing up for the Third T20I tonight at the Kennington Oval 🏟️
📱 Official BCCI App
⏰ 11:05 PM IST #TeamIndia | #ENGvIND pic.twitter.com/ndSWn74lW9
— BCCI Women (@BCCIWomen) July 4, 2025
ইংল্যান্ডের মহিলা স্কোয়াডঃ সোফিয়া ডানক্লি, ড্যানিয়েল ওয়াট-হজ, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক) অ্যামি জোনস (উইকেটরক্ষক), অ্যালিস ক্যাপসি, শার্লট ডিন, সোফি একলেস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল, লরেন ফিলার, ইসি ওয়াং, পেইজ স্কলফিল্ড, ট্যামি বিউমন্ট, এম আরলট।
ভারতের মহিলা স্কোয়াডঃ স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), রাধা যাদব, দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণী, ইয়াস্তিকা ভাটিয়া, অমনজোত কৌর, স্নেহ রানা, সায়ালি সাতঘরে, ক্রান্তি গৌড়।
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, প্রথম টি২০ ম্যাচের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ?
৪ জুলাই নটিংহামের ট্রেন্ট ব্রিজে (Trent Bridge, Nottingham) আয়োজিত হবে ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ?
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১১টা ৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1 চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে SonyLiv এবং Fancode অ্যাপে।