England National Cricket Team vs West Indies National Cricket Team: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ জুন মুখোমুখি হবে ENG বনাম WI। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের (Sophia Gardens, Cardiff) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এই সিরিজটি হ্যারি ব্রুকের (Harry Brook) সাদা বলের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার দলে জেমি ওভারটনের বদলে আজ খেলবেন ম্যাথিউ পটস। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ (Shai Hope) আজ চাইবেন পিচের সুবিধা কাজে লাগাতে এবং বড় স্কোর করতে। আমির জঙ্গুর জায়গায় আজ খেলছেন শিমরন হেটমায়ার। ENG vs WI 2nd ODI Live Streaming: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে
টসে জিতে প্রথমে বল করছে ইংল্যান্ড
Having the first use of the surface today in Cardiff.🏏
England won the toss and elected to bowl first. #ENGvWI | #MenInMaroon pic.twitter.com/rqFcGlfvFO
— Windies Cricket (@windiescricket) June 1, 2025
ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ ব্র্যান্ডন কিং, জাস্টিন গ্রিভস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, জুয়েল অ্যান্ড্রু, ম্যাথু ফোর্ড, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি, জেডেন সিলস।
ইংল্যান্ডের একাদশঃ বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, ব্রাইডন কার্স, আদিল রশিদ, সাকিব মাহমুদ।